মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৩:১২ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক;
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর একটি বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
যেখানে সূত্র উল্লেখ করা হয়েছে যুবকন্ঠ২৪.কম -এর। অথচ আমি যুবকণ্ঠের সম্পাদক মুফতি নেয়ামত উল্লাহ আমিন এ সম্পর্কে অবগত ছিলাম না। তাড়াহুড়ো করতে গিয়ে যুবকন্ঠের একজন সহকারী সম্পাদক অনাকাঙ্ক্ষিত শিরোনাম ব্যবহার করে। আমরা মনে করি এজন্য তার সুনাম ক্ষুন্ন হয়েছে। তাই প্রয়োজনবোধে আমরা সেই নিউজ ডিলিট করেছি। সামনের দিনে এই বিষয়ে পূর্ণ মনোযোগী হয়ে আমরা নিউজ প্রতিবেদন প্রকাশ করবো ইনশাআল্লাহ।
যুবকন্ঠ২৪.কম দেশ জাতি ও গণমানুষের সম্মানের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যুবকন্ঠ পরিবার এবং আমি মুফতি নেয়ামত উল্লাহ আমিন দুঃখ প্রকাশ করছি।
অতএব আপনাদের নিকট আকুল আবেদন থাকবে, অনাকাঙ্ক্ষিত সেই শিরোনামে প্রচারিত নিউজটি কেউ শেয়ার করবেন না। এবং করে থাকলে দয়া করে ডিলিট করে ফেলবেন। সকলকে ভাষা দিবসের অগ্রিম শুভেচ্ছা।
মুফতি নেয়ামত উল্লাহ আমিন সম্পাদক: মাসিক যুবকন্ঠ ও যুবকন্ঠ২৪.কম