শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০১:৫০ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক: দৈনিক যুগান্তরের সাবেক সিনিয়র সহসম্পাদক হাফেজ আহমাদ উল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।বুধবার রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
আহমাদ উল্লাহর ছেলে সুচয়ন শামস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিক আহমাদ উল্লাহ কিডনি জটিলতায় ভুগছিলেন। শেষদিকে তার দুটি কিডনি অকেজো হয়ে যায়। গত কয়েক দিন ধরে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এ গুণী সাংবাদিক। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
আহমাদ উল্লাহর বড় ছেলে খৈয়াম জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে আজিমপুরে মরহুমকে দাফন করা হবে।
হাফেজ আহমাদ উল্লাহ দৈনিক যুগান্তরের শুরু থেকেই পত্রিকাটির সঙ্গে ছিলেন। ২১ বছরের বেশি সময় তিনি যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতাটি সম্পাদনা করেন। এর বাইরেও দীর্ঘদিন ‘ঢাকা আমার ঢাকা’ ও ‘পরবাস’ পাতার দায়িত্বে ছিলেন।
তিনি ছিলেন হাফেজ, সাংবাদিক, কথাসাহিত্যক, ছড়াকার, লেখক।
আহমাদ উল্লাহর জন্ম ১ নভেম্বর ১৯৫৮ নরসিংদীতে। তিনি কুরআনের হাফেজ ছিলেন এবং সরকারি তিতুমীর কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ছড়াকার হিসেবেও তার পরিচিতি ছিল।