শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:৪৯ অপরাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক;
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলার গারমোলা ভিরকান গ্রামে একটি আহমাদি মসজিদ ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার পুলিশের সহায়তায় মসজিদটির উপরে উঠে মিনারের অংশ ভেঙে ফেলেন কিছু উগ্রপন্থী মুসলিমরা। পাকিস্তানি সাংবাদিক বিলাল ফারুকি টুইটারে এ ব্যাপারে একটি পোস্ট করেন।
তিনি জানিয়েছেন, পুলিশের সহায়তায় উগ্রপন্থীদের একটি দল আহমাদি মসজিদটির গম্বুজ এবং মিনার ভেঙে ফেলেছেন। মসজিদে কালিমা লিখে রাখা ছিল। উগ্রপন্থীরা সেটারও অপমান করেছেন।
মসজিদের উপরে উঠে মিনারে ভেঙে ফেলার ছবিও দিয়েছেন তিনি। পাকিস্তানি ওই সাংবাদিক টুইট বার্তায় লিখেছেন, ‘পুলিশের সহায়তায় উগ্রপন্থীদের একটি দল গুজরানওয়ালা জেলার গারমোলা ভিরকান গ্রামের আহমাদি মসজিদের গম্বুজ এবং মিনার ভেঙে ফেলেছেন। মসজিদে লিখে রাখা কালেমারও তারা অপমান করেছেন। পাঞ্জাব সরকার কি এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে?’