মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৮:৩৪ অপরাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক;
পারিবারিক কলহের জেরে চট্টগ্রাম মহানগরীতে পুলিশ কর্মকর্তা বাবার পিস্তলের গুলিতে ‘আত্মহত্যা’ করেছে ছেলে।
শুক্রবার দুপুরে আকবর শাহ থানার সিটি গেইট শাপলা আবাসিক এলাকার এ ঘটনা ঘটে।
নিহত মাহিন (২২) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) খুলশী থানায় কর্মরত সাব ইন্সপেক্টর মাইনুল হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ পুলিশের ছেলেকে হাসপাতালে আনার পর দুপুর ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, পারিবারিক কলহের জেরে বাবা মাইনুল হোসেন জুমার নামাজ পড়তে গেলে ছেলে মাহিন পিস্তল দিয়ে নিজের বুকের ডান দিকে গুলি করে। এ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সূত্র : ইউএনবি।