মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৬:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী কমিটি গঠিত
মাওলানা আতাউল্লাহ আমীন সভাপতি,
মুফতি আব্দুল মুমিন সাধারণ সম্পাদক
ঢাকা ২ এপ্রিল ২০২১ শুক্রবার
বাংলাদেশ খেলাফত মজলিস মজলিস ঢাকা মহানগরীর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে সভাপতি ও মুফতি আব্দুল মুমিনকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আজ ০২ এপ্রিল শুক্রবার সকাল মজলিস মিলনায়তনে মহাগনর শূরা সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা কোরবান আলী, মাওলানা শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।
কমিটির অন্যান্য সদস্যরা হলো, সহ-সভাপতি- মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইলিয়াস হামীদী, হাফেজ মুজিবুর রহমান, মাওলানা মুহাম্মদুল্লাহ, মাওলানা হাসান জুনায়েদ, মুফতি হাবীবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা মাহমুদ হাসান ও মাওলানা আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক- মাওলানা আতিকুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা মুহাম্মাদ কামালুদ্দীন ফারুকী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা এহসানুল হক, সহ-সাংগঠনিক- মাওলানা আব্দুর রহীম সাঈদ, মুফতি আব্দুল্লাহ নাটোরী, প্রশিক্ষণ সম্পাদক- মুহাম্মাদ রিজওয়ান হুসাইন, বায়তুলমাল সম্পাদক- মাওলানা মিজানুর রহমান মিসবাহ, সহ-বায়তুলমাল সম্পাদক- মোহাম্মদ জাবেদ হোসেন, প্রচার সম্পাদক- মুহাম্মদ জাহাঙ্গীর হুসাইন, অফিস সম্পাদকÑ মাওলানা উবাইদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক- মাওলানা নাঈমুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক- আলহাজ্ব আকরামুল্লাহ, মাওলানা আবু হানিফ, নির্বাহী সদস্যবৃন্দ- মাওলানা ফজলুল বারী, মাওলানা শামসুল আলম, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ইমামুদ্দীন মুফতি সাঈদ আহমদ, হাফেজ শামসুল আলম, মাওলানা আহমদুল্লাহ মাসউদ ও মাওলানা আব্দুল আজীজ কাসেমী, মুফতী আবু সাঈদ, হাফেজ দেলোয়ার ও মাওলানা আব্দুর রহীম বিপ্লবী।