JuboKantho24 Logo

অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) গতকাল শুক্রবার বেলা ৩.৪৫ মি. ঢাকার মিটফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা আজ শনিবার সকাল ৮.২০ মি. মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঝিকরহাটি নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে মাওলানা নূর হুসাইন। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবর পাশে শায়িত হন তিনি।

জানাজায় শরীক হন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক বরকত উল্লাহ লতিফ, নগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আলাউদ্দিন, শ্রমিক আন্দোলন দক্ষিণ সভাপতি শাহাদাত হোসেন প্রধানিয়া। এছাড়াও বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা জানানজায় অংশ নেন। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, খেলাফত মজলিস নেতৃবৃন্দসহ সংগঠনের তৃণমূল পর্যায়ের হাজার হাজার মুসল্লি শরীক হন।

দোয়া মাহফিল : মরহুমের ইন্তেকালের সংবাদ বিদ্যুৎগতিতে সারাদেশে ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা ও থানা শাখা দোয়া মাহফিলের আয়োজন করে। এতে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এদিকে আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ভাটারাস্থ একটি মিলনায়তনে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন, মুফতি মাছউদুর রহমানসহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ