JuboKantho24 Logo

অমিত শাহের তত্ত্বই কি তবে নিল আওয়ামী লীগ!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোটারদের ভোট কেন্দ্রে আহ্বানের কর্মসূচি ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইনকে ২০১৪ সালে ভারতের শাসকদল বিজেপি’র অন্যতম শীর্ষনেতা অমিত শাহের ‘বুথ লেভেল ম্যানেজমেন্ট’ তত্ত্বের সঙ্গে তুলনা করেছে কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটির অনলাইন সংস্করণে ‘শাহের কৌশলেই হাসিনার ‘বুথ লেভেল ম্যানেজমেন্ট’?’ শীর্ষক এক প্রতিবেদনে এই তুলনা করা হয়েছে। প্রতিবেদনে দৈনিকটি উল্লেখ করে, ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ এই কর্মসূচির মাধ্যমে ৩০০টি আসনে প্রায় আড়াই লক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা হয়েছে। যাঁরা ভোটের দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে বুথে যাওয়ার অনুরোধ জানাবেন এবং বুথে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ‘অফলাইন ক্যাম্পেইন’ নামে একটি কর্মসূচিতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ‘প্রশিক্ষিত প্রচারকর্মীরা’ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অনুরোধ জানাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিরোধীরা এর পর নতুন কৌশলে ভোট বয়কটের প্রচার চালাচ্ছে ‘অরাজনৈতিক’ মঞ্চ গড়ে। তার মোকাবিলা করতে এ বার কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল আওয়ামী লীগ। অমিত শাহ বিজেপি সভাপতি হওয়ার পরে গোটা দেশে বিজেপির সংগঠনে নতুন পদ্ধতিতে ‘বুথভিত্তিক ব্যবস্থাপনা’য় সক্রিয় হয়েছিলেন। তাতে ভোটার তালিকার এক একটি পৃষ্ঠায় থাকা ভোট দাতাদের দায়িত্ব এক এক জন বিজেপি নেতার উপরে থাকত। শেখ হাসিনার দলেও স্থানীয় নেতাদের উপর বুথে ভোটার আনতে ‘এলাকাভিত্তিক দায়িত্ব’ বণ্টন করা হচ্ছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ