JuboKantho24 Logo

আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তারপর রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না- এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। যারা বাকস্বাধীনতা হরণ করে জুলুম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর নির্বাচনের আলোচনা আসবে। আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার বিকালে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটির রাইজিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে, অভ্যুত্থানের শক্তি, নাগরিক ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং সভা চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আসলাম অর্কের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোল্লা এহসান, নুসরাত তাবাসসুম, আশরেফা খাতুন, কাজল প্রমুখ।

হাসনাত আবদুল্লাহ বলেন, চুয়াডাঙ্গা একটি সীমান্ত জেলা। আমরা যাকে পালাতে বাধ্য করেছি সেই আপা (শেখ হাসিনা) আপনার সীমান্তের পাশেই রয়েছেন। উনি সীমান্তের পাশে থেকে মাঝে মাঝে আমাদের ভয় দেখান, উনি নাকি টুপ করে ঢুকে পড়বেন। আমরা বিশ্বাস করি বিদায়ী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে চুয়াডাঙ্গাবাসীর ঐক্য সব সময় থাকবে।

ভোটের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে কেউ ভোট দিতে পারেননি। ভোট যারা দিয়েছেন তারা ৩০ থেকে ৪০টা করে দিয়েছেন এবং দিনের ভোট রাতে করার রূপকার হিসেবে মিডনাইট ইলেকশনের রূপকার হিসেবে খুনি হাসিনার নাম সব সময় লিপিবদ্ধ থাকবে। আঠারোর নির্বাচন, চব্বিশের ডামি নির্বাচন, আমাদের গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছেন খুনি শেখ হাসিনা।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ