JuboKantho24 Logo

‘আমরা হারতে পারি কিন্ত কাউকে ভয় পাই না’

হারের হ্যাটট্রিক করে বিদায় নিলেও বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সের গর্বিত নাজমুল হাসান পাপন। তিনি একটি অনুষ্ঠানে জানান, তরুণ প্লেয়াররা বাঘা বাঘা খেলোয়াড়দের থেকে ভালো খেলেছে। তাঁর কথা অনুযায়ী, প্লেয়াররা ভালো খেললেও সেটা দলের খেলায় দেখা যায়নি। এই প্রথমবার সুপার এইটে যাওয়ায় তিনি খুশি।

১৯৯৯ সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলা শুরু করে। সেই থেকে একাধিক ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেললেও এই প্রথমবার তারা সুপার এইটে প্রবেশ করল। তাও সুপার এইটে প্রবেশ করে তারা হতাশ করেছে। হারের হ্যাটট্রিক করে ছিটকে গিয়েছে। বিশ্বকাপের আগে দলে অনেক পরিবর্তন করা হলেও সাফল্য আসেনি। বরং প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা আমেরিকা এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ভালো পারফর্ম করেছে।

এই খারাপ পারফরম্যান্সের পরেও বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে খুশি সেদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। তিনি একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে সগর্বে বাংলাদেশের প্লেয়ারদের প্রশংসা করেন। বয়সে অনেক ছোট প্লেয়াররা যেই পারফর্ম করেছেন তাতে তিনি মুগ্ধ বলে জানান।

এবার টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দল আমেরিকায় গিয়ে টি-২০ সিরিজ খেলে। সেখানে তারা পরাস্ত হয়। সিরিজ হারের পর অধিনায়ক শান্ত জানিয়েছিলেন তারা বিশ্বকাপে কামব্যাক করবেন। কিন্তু বিশ্বকাপে মাত্র সাতটা ম্যাচ জেতে বাংলাদেশ। বোলিং ভালো করলেও বাংলাদেশ ব্যাটিংয়ে হতাশ করেছে। সহজ টার্গেট বা কঠিন টার্গেট কোনওটাই তারা করতে পারেনি। এরপাশাপাশি অধিনায়কের অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ