বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য আজ সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নেতৃত্বে ঢাকা মেডিকেলে যান । সাথে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী , যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ ,মাওলানা আতাউল্লাহ আমিন , মুফতি শরাফত হোসাইন ,মাওলানা মাহবুবুল হক ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, মাওলানা শরিফ হোসাইন ,মাওলানা খালেদ সাইফুল্লাহ ও মাওলানা রুহুল আমিন সহ নেতৃবৃন্দ। রোগীদের খোঁজখবর নেন ও সহযোগিতা করেন। এবং ঢাকা মেডিকেলের কর্মকর্তা সহ ডাক্তারদের সাথে মতবিনিময় করেন ।