আরাফাত নুর
প্রতি বছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মহানবী হজরত মোহাম্মদ সা. এর জন্ম-মৃত্যুর মাস পবিত্র ‘রবিউল আওয়াল’ উপলক্ষে ‘ইসলামি বইমেলা’র আয়োজন করে থাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। নানা জটিলতায় এবার কিছুটা দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে ধর্মীয় লেখক-পাঠকের মেলবন্ধন এই মেলা।
বরাবরই ইসলামি বইমেলা নিয়ে লেখক-পাঠক থেকে শুরু করে মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া থাকে অনেক। তারা সত্য ও সুন্দর জানতে চান। সহজ ভাষায় বুঝতে চান। পড়তে চান। আর সে সব বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই এবারের ইসলামী বইমেলায় আসছে হাবীবুল্লাহ সিরাজের লেখা দুটি বই। ‘চরিত্রের তরজমা’ ও ‘হারিয়ে যাওয়া তারকারাজি, নামের বই দুটি প্রকাশিত হবে হসন্ত ও মাকতাবায়ে ত্বহা প্রকাশনী থেকে। মেলার প্রথম সপ্তাহ থেকেই বই দুটি মেলার ৩৮ ও ৫৪ নম্বর স্টলে পাওয়া যাবে।
‘চরিত্রের তরজমা’ বইটি সম্পর্কে জানা গেছে, চরিত্রের সবচে’ দামি উপাদানগুলো- সুন্দরভাবে কথা বলা, গালি নাদেওয়া, দান করা, দুঃখিত হওয়া, অন্যকে আনন্দ দেওয়া, হিতৈষী হওয়া, সবর, সততা, স্পষ্টভাষী, শান্তভাব, লজ্জাশীলতা, বীরত্ব, বিনয়ী, ধীরস্থিরতা, দৃঢ়তাসহ জীবন চলার পথের এমন শতো দিক লেখক কুরআন হাদিসের আলোকে মলাটবদ্ধ করেছেন।
অন্যদিকে ‘হারিয়ে যাওয়া তারকারাজি'তে লেখক আমাদের সদ্য বিদায়ী মনীষীদের জীবন কথন নিয়ে আলোচনা করেছেন।