সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীমের (আনার) মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক করেছেন।
বুধবার (২২ মে) এক শোক বার্তায় ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, চিকিসৎসা নিতে গিয়ে ভারতে খুন হন এমপি আনার। কিন্তু তদন্ত ছাড়া বাংলাদেশীরা খুন করেছে মন্ত্রীদের এমন মন্তব্যে তাদের দৈন্যতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের মন্ত্রীগণ কীভাবে জানলেন বাংলাদেশীরা খুনের সাথে জড়িত। যেহেতু ভারতে খুন হয়েছেন এমপি আনার, এর দায়ভার ভারত সরকার কোনভাবেই এড়াতে পারে না। এ জন্য আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বাংলাদেশের হাজার হাজার মানুষ ভারতে চিকিৎসা সেবা নিতে গিয়ে থাকেন। সে জন্যে নিরাপত্তা দেয়ার দায়িত্বও ভারত সরকারের। কাজেই ভারত পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে। এজন্য আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।
তিনি শোকবার্তায় মো. আনোয়ারুল আজীম আনারের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।