JuboKantho24 Logo

কোথায় কোন ধরনের গাছ লাগানো উচিত

গাছ লাগানো নিয়ে বেশ আলোচনা হচ্ছে চারদিকে। তবে বাংলাদেশে জুন, জুলাই ও আগস্ট মাস গাছের চারা রোপণের উপযুক্ত সময়। তবে সঠিক স্থানে সঠিক চারা রোপণ করা প্রয়োজন। ফলদ ও ওষধি গাছের চারা লাগানোর প্রতি বেশি নজর দেওয়া উচিত।

যারা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগাবেন, তারা এই বর্ষাকাল অবধি অপেক্ষা করেন। কারণ সঠিক সময়ে লাগালে গাছ টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি হবে। কোথায় কী ধরনের গাছ লাগাবেন, সেই প্রস্তুতি শুরু হোক এখন থেকে। গাছ বাছাইয়ের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি স্বাধীন।

রাস্তার ধারে যেসব গাছ লাগানো উচিত:

১. নিম
২. রেইন ট্রি
৩. জারুল
৪. কদম
৫. সিলভার ওক
৬.সোনালু

রাস্তার বিভাজকে যেসব গাছ লাগানো উচিত:

১. জবা
২. কান্টিকারা
৩. রতনগাছ
৪.রাধাচূড়া
৫.দেবদারু

পার্কে যেসব গাছ লাগানো উচিত:

১. বটগাছ
২. কদম
৩. চাপালিশ
৪. কনক চাঁপা
৫. অশোক

ফুটপাতে যেসব গাছ লাগানো উচিত:

১. পারুল
২. সিঙ্গাপুরের চেরি
৩. ক্রিসমাস ট্রি
৪.দেবদারু

খোলা জায়গায় যেসব গাছ লাগানো উচিত:

১.  মেহগনি
২. কৃষ্ণচূড়া
৩. শিমুল
৪. অর্জুন গাছ

শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব গাছ লাগানো উচিত:

১. আম
২. কাঁঠাল
৩. জামরুল
৪. বেল
৫. পাকুড়

বাড়ির আঙ্গিনায় যেসব গাছ লাগানো উচিত:

১.  আম
২. কাঁঠাল
৩. লিচু
৪. পেয়ারা
৫. নারিকেল
৬. কলা গাছ
৭. পপাই
৮. জাম্বুল
৯. কামরাঙা
১০. বেল

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ