JuboKantho24 Logo

ছবি না তুলে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয়পত্র করার দাবি পর্দানশিন নারী সমাজের

জাতীয় পরিচয়পত্রে চেহারা আর মুখের ছবি প্রদর্শন করে ছবি না তুলে শুধু ফিঙ্গার প্রিন্ট (হাতের আঙুলের ছাপ) নিয়ে পরিচয়পত্র করার দাবি তুলেছেন পর্দানশিন নারী সমাজ নামে একটি সংগঠন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে পর্দানশিন নারী সমাজের সংগঠক আহমদ উম্মুল হায়া বলেন, ১৬ বছর যাবত পর্দানশিন নারীদের নাগরিকত্ব বঞ্চিত রাখা হয়েছে। আমরা ছবি নয়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব চাই।

পরে কুড়িগ্রামে নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এ সময় পর্দানশিন নারীরা উপস্থিত ছিলেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ