JuboKantho24 Logo

ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সোয়াইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো সোয়াইল উত্তরপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনায়েদ (১২) ও একই গ্রামের প্রবাসী রূপচানের মেয়ে নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাহমিনা (১০)। তারা একে অপরের চাচাতো ভাই-বোন।

জানা যায়, সকালে ঝড়ের সময় জুনায়েদ ও তাহমিনা আম কুড়াতে গেলে হঠাৎ বাতাসের তাণ্ডবে বাড়ির কাছের একটি পানি ভর্তি গর্তে পড়ে সেখানেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর গর্তে দুইজনের লাশ ভেসে থাকতে দেখলে স্থানীয়রা গর্ত থেকে তাদের লাশ উদ্ধার করে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ