JuboKantho24 Logo

ট্রান্সজেন্ডার বিষয়ে ফতোয়া প্রকাশ করলো হাইআতুল উলয়া

ট্রান্সজেন্ডার বিষয়ে ফতোয়া প্রকাশ করলো কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি শিক্ষাবোর্ড  আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (২১ মে/ ১২ যিলকদ ১৪৪৫ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর কার্যালয়ে জাতীয় মুফতি বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় ‘শরীয়তের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার মতবাদ: একটি প্রামাণ্য ফতোয়া’ শিরোনামে এই ফতোয়া প্রকাশ করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ‘র অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

জানা গেছে, সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান হযরত মাওলানা সাজিদুর রহমান, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা মুফতি মোহাম্মাদ আলী, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ, হযরত মাওলানা মুফতি জসিমুদ্দীন, হযরত মাওলানা মুফতি এনামুল হক (বসুন্ধরা), হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া, হযরত মাওলানা মুফতি মানসূরুল হক, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান (সিলেট), হযরত মাওলানা মুফতি মীযানুর রহমান সাঈদ, হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, হযরত মাওলানা মুফতী আব্দুস সালাম (ফরিদাবাদ), হযরত মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ (হাটহাজারী) ও জাতীয় মুফতি বোর্ডের সদস্য সচিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক।

সভায় ট্রান্সজেন্ডারবাদ বিষয়ে প্রণীত অনুমোদিত ফাতওয়াটির লিংক দেয়া হল :

https://drive.google.com/…/1OWKPvdmToTUYPnz8DAC…/view…

 

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ