JuboKantho24 Logo

দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনপত্র ও প্রবেশপত্র বিতরণ শুরু

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র অধীন দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনপত্র ও প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে।

এ বিষয়ে আজ রবিবার সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন বোর্ডটির অফিস সম্পাদক মুঃ অছিউর রহমান

তিনি জানান, দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের নিবন্ধনপত্র ও প্রবেশপত্র প্রস্তুত আছে।

এসময় তিনি মাদরাসা এডমিনগণ ডাউনলোড ও প্রিন্ট করে মাদরাসার মুহতামিম অথবা নাজেমে তা‘লীমাত সাহেবের স্বাক্ষরসহ বিতরণ করার আহ্বান জানান।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ