৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী দেশের প্রতিটি জেলা, থানা, ওয়ার্ড ও ক্যাম্পাস সমূহে ১লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আজ (৫জুন) বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত ১লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।
এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো বাংলাদেশে প্রতি বছর যে হারে বৃক্ষ নিধনের মহোৎসব চলছে এভাবে চলতে থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে অচল একটি দেশে পরিণত হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই দেশ এবং দেশের ভারসাম্য রক্ষায় আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী ১লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
তিনি দেশবাসীসহ সকল শিক্ষার্থীদের প্রতি বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান ।
কর্মসূচির প্রথমদিনে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার বৃক্ষরোপণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দরা।