JuboKantho24 Logo

ফ্যাসিস্টের দোসর ও জনবিরোধী লোকদেরকে অপসারণ করার দাবি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের

 

আজ ১১ ই নভেম্বর’২৪ রোজ সোমবার গণঅভ্যুত্থানে নিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্তির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পূর্বের সভাপতি নাঈম বিন শামসুল হকের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া বলেন, উপদেষ্টা পরিষদে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্ত করে এই অন্তর্বর্তীকালীন সরকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোসর, জনবিরোধী লোকদেরকে অপসারণ করতে হবে। এই যৌক্তিক দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক আহমদ মুরসালিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আব্দুল আজিজ, আশরাফুল ইসলাম সাদ, প্রশিক্ষণ সম্পাদক দিদারুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক রবিউল ইসলাম, যুব মজলিস মতিঝিল জোন সভাপতি মিজানুর রহমান, খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নুরুল্লাহ, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন ও ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি জাবের হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ