ছোট ভাই অকস্মাৎ পুকুরে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয় বড় বোন। কিন্তু দুজনের কেউই আর পানি থেকে উঠতে পারেননি। অবশেষে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ভাই-বোনের। মর্মান্তিক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে
নিহত বোন নাফিজা মোবারক মাদিহার বয়স ৮ ও ভাইয়ের বয়স মো. ওমরে বয়স ৫। নিহত নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র ছিল। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খুরশিদ আলম জানান, ভাইবোনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। একটি পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে দিলো দুই শিশু।