JuboKantho24 Logo

মোদি কোথায় ধ্যান করছেন?

তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত হিন্দুদের পবিত্র স্মারকস্থল বিবেকানন্দ রক মেমোরিয়ালে দুইদিনের জন্য ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৩০ মে) মোদি সেখানে পৌঁছেছেন এবং শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

মোদি যেখানে ধ্যান করছেন সেটি ধ্যান মন্দপাম নামে পরিচিত। ঠিক এই জায়গাটিতেই ১৮৯২ সালে ধ্যানে বসেছিলেন দার্শনিক-সাধু ও হিন্দু ধর্মগুরু স্বামী বিবেকানন্দ। তার উদ্দেশ্য ছিল ধ্যানের মাধ্যমে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা অর্জন করা।

এছাড়া এই জায়গাটিতে মিলিত হয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর। মোদি জানিয়েছেন, কন্যাকুমারীতে ধ্যানের মাধ্যমে ভারতীয়দের কাছে ঐক্যের বার্তা গেছে।

ধ্যানে মগ্ন মোদির নিরাপত্তা নিশ্চিতে সেখানে ২ হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। এছাড়া কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরাও তার নিরাপত্তার বিষয়টি দেখছেন।

এদিকে মোদির এ ধ্যান নিয়ে সমালোচনা করেছে তার প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস। এছাড়া পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও তার সমালোচনায় মুখর হয়েছে।

তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বলেছেন, আজ বৃহস্পতিবার নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। কিন্তু মোদি আলোচনায় থাকতে ধ্যানে বসেছেন। মমতার দাবি, এখন মোদির ধ্যানে বসার বিষয়টি নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে।

তিনি বলেছেন, ধ্যান হলো একটি ব্যক্তিগত বিষয়। মোদি যদি সত্যিকার ধ্যানে বসতে চান তাহলে তিনি সেখানে কেন ক্যামেরা নিয়ে গেছেন।

সূত্র: এনডিটিভি

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ