
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
সেইসাথে নরেন্দ্র মোদির পাঠানো নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের শুভেচ্ছা কার্ডটির একটি ছবিও দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
বছর শুরুর ২৭ দিন পরে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, ‘ডিপ্লোমেটিক চ্যানেলে’ অর্থাৎ কূটনীতিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা আসার কারণে এটি পৌঁছাতে সময় লেগেছে।
গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ওই দিনই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি।
সূত্র : বিবিসি