JuboKantho24 Logo

রমজানের আগে ১১ কোটি টাকা বিতরণ করবে ধর্ম মন্ত্রণালয়

এ বছর পবিত্র রমজানের আগে সারাদেশে ধর্ম মন্ত্রণালয় যাকাত বোর্ডের মাধ্যমে ১১ কোটি বিতরণ করবে। এছাড়া আগামী বছর ২৫ কোটি টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে উলামা পরিষদের সীরাতুন্নবী (সা.) সম্মেলনে তিনি একথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সরকার ইতিমধ্যে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের বিনা সুদে করজায়ে হাসানা দেওয়া হবে। আমরা যারা সরকারি হুকুম মেনে কর দেই একইভাবে আমাদের যাকাত দিতে হবে।

কোরআন ও হাদিসের আলোকে যাকাতের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, যারা যাকাত বিশ্বাস করে, মানে কিন্তু দেয় না তারা মুনাফেক। আর যারা যাকাত বিশ্বাস করে না এবং দেয় না তারা বেঈমান।

শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সীরাতুন্নবী (সা.) সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আল্লামা নুরুল ইসলাম ওলীপুরি, মাওলানা জাবের আল হুদা চৌধুরী, মুফতি আফজাল হোসান রাহমানী প্রমুখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ