
দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়াতু ইবারাহীম মাহমূদনগর, সাইনবোর্ড ঢাকা এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার।
২৩ ডিসেম্বর শনিবার সকাল থেকে অনুষ্ঠিত হবে আত্মশুদ্ধি মূলক এই মাহফিলটি। ইতোমধ্যে জোড়কে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনার আয়োজন শেষ পর্যায়ে পোঁছেছে বলে নিশ্চিত করেছেন জামিয়া কর্তৃপক্ষের একটি সূত্র।
সূত্র আরো জানিয়েছে, এবারের ইসলাহী জোড়ে শায়খুল হাদিস হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহী রহ. এর খলিফা ও দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য হযরত মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী দা.বা. গুরুত্বপূর্ণ বয়ান করবেন।
এছাড়াও মাহফিলে দেশের খ্যাতনামা ওলামা-মাশায়েখ উপস্থিত থেকে বয়ান করবেন বলে জানা গেছে।
ইসলাহি জোড়ে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা ও দ্বীনদার মানুষ যোগদান করে থাকেন। জামিয়তু ইবরাহীম মাদরাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম সর্বশ্রেণির দীনদার মুসলমান ভাইকে মাহফিলে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ দিয়েছেন।