সাধারণ নাগরিকই নয়, আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সরকারের বন্ধুরাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে জানান মির্জা ফখরুল।
এ সময় তিনি আরও বলেন, জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তাই জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করছে সরকার।
এ সময় অভিযোগ করে তিনি আরও বলেন, বরাবরই আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে। অথচ এরাই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে সাধারন মানুষের অধিকারকে হরণ করছে।