JuboKantho24 Logo

সরকারী কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সরকারের কর্মকর্তা-কর্মচারীদের এত জমি, ফ্ল্যাট, ব্যাংক অ্যাকাউন্ট আর নগদ অর্থ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এমনিক ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে বর্তমান সময়ের মতো এতো দুর্নীতিবাজ কর্মকতা-কর্মচারী জাতি দেখেনি।

তিনি বলেন, আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা হাজার হাজার বেনজীর-মতিউর চুরি-দুর্নীতির যে নজির সৃষ্টি করেছেন। একদিকে জনগণের ওপর করের বোঝা চাপানো হচ্ছে, অন্যদিকে ব্যাংক থেকে আমানতকারীরা ঋণ ও এলসি সুবিধা পাচ্ছে না। ব্যাংকে রাখা আমানত পাচার হয়ে যাচ্ছে বিদেশে। দুর্নীতির কারণে এর প্রভাব পরছে দ্রব্যমূল্যের বাজারে। ফলে জিনিসপত্রের দাম আকাশচুম্বি। এভাবে একটি দেশ চলতে পারে না। নতুন করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুরে ভৌতিক বিলে গ্রাম বাংলার মানুষ দিশেহারা।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান সরকার, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মুফতী আব্দুল আহাদ, অধ্যাপক ফজলুল হক মৃধা, মুফতী আখতারুজ্জামান, এমএইচ মোস্তফা।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ