JuboKantho24 Logo

‘সর্বক্ষেত্রে অন্য ভাইকে প্রাধান্য দেয়ার মানসিকতা লালন করতে হবে’-আমীরে মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও দোয়া নেয়ার মাধ্যমে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পথচলা শুরু হয়েছে। আজ ১৪ অক্টোবর’২৪, সোমবার, নরসিংদীর জামিয়া কুর‌আনিয়া মেরাজুল উলুম বৌয়াকুড় মাদ্রাসা কার্যালয়ে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন ও সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে আমীরে মজলিস বলেন, সাত শ্রেনীর মানুষ হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। এরমধ্যে অন্যতম এ যুবক শ্রেণী যারা তাদের যৌবনকে দ্বীনের কাজে ব্যয় করেছে। আমি আশাবাদী আপনারা সেই শ্রেনীর অন্তর্ভুক্ত হবেন। আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেকে বিলীন করে কাজ করে যেতে হবে। নিজেদের ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে গিয়ে সর্বক্ষেত্রে অন্য ভাইকে প্রাধান্য দেয়ার মানসিকতা লালন করতে হবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর’২৪, শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুরে সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষণা করেন। মহাসচিবের সাথে মতবিনিময় শেষে উপমহাদেশের বিখ্যাত হাদীস বিশারদ, বাবরী মসজিদ লংমার্চের আপোষহীন নেতা শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর মাকবারা জিয়ারত করে নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ