JuboKantho24 Logo

সাবেক এমপি নদভী ফের ২ দিনের রিমান্ডে

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি ও আ’লীগ নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুটি পৃথক হত্যা মামলায় ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রোববার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালত নদভীর রিমান্ড মঞ্জুর করে। এর আগে কঠোর নিরাপত্তায় নদভীকে আদালতে এনে নগরীর চান্দগাঁও থানায় করা দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

এর আগে গত ২২ জানুয়ারি সাতকানিয়া ও লোহাগাড়া থানার আরো দুটি হামলা ও ভাঙচুর মামলায় নদভীকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফের আদালতে তোলা হলে অন্য মামলায় আবার দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত।

গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে বিতর্কিত ও সাবেক এমপি নিজামুদ্দিন নদভীকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামের একাধিক থানায় মামলা হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ