JuboKantho24 Logo

সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেলরুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। রেলের কেনা টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

মঙ্গলবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো একটি জরুরি বার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

বার্তায় আরও বলা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এ সকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে উল্লেখ করা হয়েছে বার্তায়।

পেনশন, বিশ্রাম ও আনুতোষিক সুবিধাসহ বেশ কয়েকটি দাবিতে সোমবার রাত ১২টা থেকে আবারও কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সব ধরনের ট্রেন চালানো বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্য দিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় স্থগিত হওয়া এই আন্দোলন আবারও সক্রিয় হলো।

তবে রেলওয়ের রানিং স্টাফদের (চলমান ট্রেনে দায়িত্ব পালনকারী) কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা বা কর্মচারীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বলা হয়, রানিং স্টাফদের দাবি-দাওয়াগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে পত্র যোগাযোগের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনাও অব্যাহত আছে। ইতোমধ্যে তাদের রানিং এলাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে। মাইলেজ এলাউন্স পাবার জন্য সর্বনিম্ন ৮ ঘণ্টা ও ১০০ মাইল দূরত্বের শর্তও শিথিল করা হয়েছে। রানিং স্টাফদের অন্যান্য দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট রয়েছে।

এদিকে সারা দেশে ট্রেন চলাচল কার্যত বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তাদের রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করতে দেখা গেছে। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপককে মোবাইল ফোনে কল করে পাওয়া যায়নি। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ