JuboKantho24 Logo

১৬ বছর পর কারামুক্ত ১৭৮ বিডিআর সদস্য

ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে ১৬ বছর পর জামিনে মুক্ত হয়েছেন ১৭৮ জন বিডিআর সদস্য। এরমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে ৪৩ জন ও কাসিমপুর কারাগার থেকে ১৩৫ জন বিডিআর সদস্য মুক্ত হয়েছেন। তারা পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিনে মুক্ত হন।

বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে একযোগে একে একে বেরিয়ে আসেন বিডিআর সদস্যরা। এ সময় কারা গেইটের সামনে অপেক্ষমাণ স্বজনদের চোখে মুখে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে আবার মিষ্টিমুখ করান বেরিয়ে আসা সাবেক বিডিআর সদস্যদের।

এর আগে গত ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইবুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলায় আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন।

আদেশে বলা হয়, যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে হত্যা মামলায় এরই মধ্যে যাদের সাজা ভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন। আদালতের শর্তাবলি পর্যালোচনা করে গত ২২ জানুয়ারি ১৭৮ জনের জামিননামার কাগজ কারা কর্তৃপক্ষের কাছে পাঠায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ