অবহেলিত জগন্নাথপুরবাসীর দাবী আবারও সংসদে তুলতে চান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ৫ জুলাই:
“অবহেলিত, বঞ্চিত প্রবাসী অধ্যুষিত জনপদ জগন্নাথপুরের অধিকার আজও নিশ্চিত হয়নি। আমি আপনাদের সন্তান হিসেবে আবারও জাতীয় সংসদে আপনাদের দাবী-দাওয়ার কথা তুলতে চাই।” — এমনই দৃপ্ত উচ্চারণে বক্তব্য রাখলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় পল্লীগঞ্জ (কাতিয়া) বাজারে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,
> “আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে বেগমপুর-জগন্নাথপুর সড়ক উন্নয়নের কাজ করেছিলাম। দুঃখজনক হলেও সত্য, এত বছরেও রাস্তাটির আর কোনো উন্নয়ন হয়নি। শুধু এই একটি রাস্তা নয়—জগন্নাথপুরের অধিকাংশ রাস্তা, শিক্ষা, চিকিৎসা, প্রশাসনসহ প্রায় সব সেক্টরই আজ দুর্নীতিগ্রস্ত ও অবহেলিত। এই অবস্থার পরিবর্তনের জন্য একটি কার্যকর কণ্ঠ দরকার জাতীয় সংসদে, এবং আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত।”
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. নুরুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর,
জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজ জয়নুল ইসলাম,
উপজেলা সহ-সভাপতি মুফতি আকমল হোসাইন,
সাধারণ সম্পাদক মাওলানা এম. সাইফুর রহমান সাজাওয়ার,
যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ক্বারী ফজলে রাব্বী মারুফ,
উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাও. তারেক আহমদ,
বায়তুল মাল সম্পাদক মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালীন,
যুব মজলিস উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান,
শ্রমিক মজলিস উপজেলা সেক্রেটারি মাওলানা অলিউর রহমান,
কাতিয়া আঞ্চলিক শাখার দায়িত্বশীল শিব্বীর আহমদ,
আশারকান্দি ইউনিয়ন ছাত্র মজলিস সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
বক্তারা জগন্নাথপুরবাসীর ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।