JuboKantho24 Logo

আওয়ামীলীগের বিষয়ে ৫ই আগস্ট জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে -মাওলানা জালালুদ্দীন আহমদ

আওয়ামীলীগের বিষয়ে ৫ই আগস্ট জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে
-মাওলানা জালালুদ্দীন আহমদ
বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলার আয়োজনে গজারিয়া রিসোর্ট মিয়ামি ডাইনে অনুষ্ঠিত ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন ইসরায়েলী দখলদার বাহিনী গাজায় বর্বর হামলার মাধ্যমে সন্ধি চুক্তি ভঙ্গ করে ইতিহাসের নির্মমতার রেকর্ড ভঙ্গ করেছে। যা আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ইসরায়েল প্রেসিডেন্ট।এসময় বিশ্বের অন্যান্য দেশগুলো ইসরায়েলের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
এসময় তিনি বলেন পতিত আওয়ামী লীগের বিষয় ইদানীং অনেকেই মুখরোচক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। এদেশের ছাত্র জনতা গত বসর ৫ই আগস্ট ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে বিচাররে আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরার কোন সুযোগ নাই।
যারা আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী লীগ গেছে যে পথে তারাও যাবে সেই পথে।
এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি। মুন্সিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছীদ্দকুর রহমান, সদস্য সচিব মুফতি ওয়ালী উল্লাহ হাসান, যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ উসামা আজিজি, গজারিয়া সভাপতি মাওলানা বেলাল হুসাইন সাধারণ সম্পাদক মাওলানা আতাউল মুহসিন, লৌহজং সভাপতি মুহাম্মদ ইমরান হুসাইন সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ