বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক মঙ্গলবার নরসিংদীর শিবপুর কলেজ মাঠে এক বিশাল গণসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, দেশপ্রেমিক ইসলামি জনতার যে ঐক্য বর্তমানে গড়ে উঠেছে, তা আসন্ন জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এ সময় তিনি একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন।
বাংলাদেশ খেলাফত মজলিশ শিবপুর উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, "আন্দোলন সংগ্রাম করে একটি ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না।" দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "যে আন্দোলন আমরা শুরু করেছি, হয় আমাদের জীবন বিসর্জন যাবে, না হয় দেশ এবং জাতির বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।" তার মতে, এই ইসলামি ঐক্যের প্রভাব দেশের রাজনৈতিক সমীকরণে একটি বড় পরিবর্তন আনবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলাম, যিনি ছিলেন প্রধান বক্তা। বাংলাদেশ খেলাফত মজলিশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী সমাবেশটি উদ্বোধন করেন। শিবপুর উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাও. আজিজুর রহমান হেলান এবং নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর।
সমাবেশের একটি উল্লেখযোগ্য দিক ছিল নরসিংদী-৩ আসনের এমপি প্রার্থী মুফতি রাকিবুল ইসলামের হাতে দলীয় প্রতীক 'রিকশা' তুলে দেওয়া। প্রধান অতিথি মাওলানা মামুনুল হক তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং আগামী নির্বাচনে তার বিজয় কামনা করেন। খেলাফত মজলিশের এই সমাবেশ দেশের ইসলামপন্থী দলগুলোর নির্বাচনী প্রস্তুতি এবং আন্দোলনের বার্তাকে আরও জোরালো করল।