আগামী ২৩ এপ্রিল ভারতীয় দূতাবাস অভিমুখে
গণমিছিল ও স্মারকলিপি সফল করুন
মাওলানা জালালুদ্দীন আহমদ
ঢাকা ১৪ এপ্রিল ২০২৫
ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিল ২০২৫ বাতিল ও ভারত জুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে আগামী ২৩ এপ্রিল, বুধবার বাদ জোহর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান বাস্তবায়ন কমিটির বৈঠক আজ (১৪এপ্রিল) পল্টনস্থ দলীয় কার্যালয়ে বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি ভারতের দূতাবাস অভিমুখে ২৩ এপ্রিলের গণমিছিল ও স্মারকলিপি প্রদান সফল করার জন্য ঈমানদার তাওহিদী জনতা ও সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। বৈঠকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ মাহদী হাসান, যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান প্রমুখ।