JuboKantho24 Logo

আজ বগুড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে রাজনীতিবিদ ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বগুড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে রাজনীতিবিদ ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।

তিনি তার বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ পুনর্গঠনে সক্রিয় থাকার আহ্বান জানান। সেই সাথে পুনরায় ফ্যাসিবাদের আগমন বিষয়ে সকল ষড়যন্ত্র সম্বন্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন এদেশে ফ্যাসিবাদের আর কোন জায়গা হবে না। এই জালেম শাহীর আগমন ঘটাতে হলে আমাদের লাশের উপর দিয়েই ঘটাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামি আন্দোলনের সভাপতি আ ন ম মামুনুর রশিদ, জমায়াতে ইসলামের জেলা সেক্রেটারি মনসুর রহমান, শহর বিএনপি’র সভাপতি তৌহিদুল ইসলাম হিরু, ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ রাজনৈতিক দলগুলোর ভিতর আন্তঃ সম্পর্ক বৃদ্ধির জন্য এ ধরনের মাহফিল আয়োজনের ভুয়ুসি প্রশংসা করেন।

বগুড়ার অভিজাত এলাকা জলেশ্বরীতলায় লা-ভিস্তা হোটেলে আজকের এই প্রোগ্রাম খুব সুন্দর ভাবে সফল হয়েছে। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন নিশিন্দারা কারবালা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন দামাত বারকাতুহু।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ