ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবির। পাশাপাশি প্রতিটি দেশের সাথেই সুসম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান বলেও জানান তিনি। এছাড়াও আফগান ভূখন্ড কোন দেশের জন্যই হুমকিস্বরূপ নয় বলেও আশ্বাস দিয়েছেন মাওলানা কাবির।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের অন্যতম নেতা মাওলানা হামিদ উল হকের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
আর্গের একটি বিবৃতি অনুযায়ী এই বৈঠকে মাওলানা কাবির বলেন, দেশের মধ্যে যে কাউকে ধংসাত্মক কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয় না আফগানিস্তান।
আর্গের বিবৃতি অনুযায়ী, এই বৈঠকে কাবুল ও ইসলামাবাদের মধ্যে বৃহত্তর সহযোগিতার উপর জোর দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের নেতা মাওলানা হামিদ।
বৈঠকে মাওলানা হামিদ বলেন, ইসলামিক, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের দিক থেকে একই দৃষ্টিভঙ্গি রয়েছে দুই দেশের জনগণের। তাই কাবুল ও ইসলামাবাদের মধ্যে শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতার বিষয়টির উপর দৃষ্টি দেওয়া উচিত নয়, বরং দুই দেশের জনগণের সুবিধা বৃদ্ধির দিকেও নজর দেওয়া উচিত।
সূত্র: তোলো নিউজ