রাজসিক নাটোর জেলার সর্ববৃহৎ উদ্যোক্তা সংগঠন "আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম" এর উদ্যোগে "চা আড্ডায় মেলার পরিকল্পনা" শীর্ষক উদ্যোক্তা সংলাপ ও মেলার পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১২ জানুয়ারি, ২০২৫ তারিখে, গুড ডে রেস্টুরেন্টে।
অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন রাসেল খন্দকার, সাধারণ সম্পাদক, নাটোর সদর থানা এবং আফসানা হাসি, সাংগঠনিক সম্পাদক, নাটোর সদর থানা। তাদের দক্ষ নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়।
সংলাপে সভাপতিত্ব করেন আমরা নাটোরের উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় সভাপতি ফয়সাল আহমাদ শুভ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিতে স্বর্ণপদক প্রাপ্ত জনাব সেলিম রেজা, উপদেষ্টা, আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম। প্রধান আলোচক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা জুলফিকার হায়দার জোসেফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট নাজমুল হাসান এবং করতোয়া কুরিয়ার সার্ভিসের জেনারেল ম্যানেজার জেকে শাহা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাচন কমিশনার মিনহাজ উদ্দীন আত্তার। তাদের বক্তব্য উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং দিকনির্দেশনামূলক ছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের বিশিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং গুণীজনেরা। মেলার পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন এবং নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা শেয়ার করেন উদ্যোক্তারা। নতুন উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনা এবং সমর্থনও প্রদান করা হয়।
উপস্থিত উদ্যোক্তারা এই সংলাপকে একটি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেন এবং এই ধরনের উদ্যোগের জন্য আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম-কে ধন্যবাদ জানান। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে।