
দৈনিক সময়ের আলো-তে প্রকাশিত “ঢাকা-১৩ থেকে জামায়াতের প্রার্থী হচ্ছেন মামুনুল হক” শীর্ষক সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
এক প্রতিবাদলিপিতে সংগঠনটি জানায়, মাওলানা মুহাম্মাদ মামুনুল হক একজন জাতীয়ভাবে পরিচিত ইসলামী রাজনীতিবিদ এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর (দলীয় প্রতীক: রিকশা)। তার জীবনের কোনো পর্যায়েই জামায়াতে ইসলামী বা তাদের রাজনৈতিক কাঠামোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। অথচ সংবাদে তাকে জামায়াতের প্রার্থী হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত ও দায়িত্বহীন সাংবাদিকতার উদাহরণ বলে উল্লেখ করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, একজন শীর্ষস্থানীয় নেতার পরিচয় নিয়ে এ ধরনের ভুল ও অসত্য তথ্য প্রচার দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে এবং স্বাধীন সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংগঠনটি দুই দফা দাবি জানিয়েছে—
১. উক্ত বিভ্রান্তিকর শিরোনাম, পোস্টকার্ড ও সংবাদ অবিলম্বে বাতিল বা সংশোধন করতে হবে।
২. একই গুরুত্ব ও একই স্থানে প্রতিবাদলিপি এবং সত্যভিত্তিক সংশোধিত তথ্য প্রকাশ করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, তারা সর্বদা দায়িত্বশীল সাংবাদিকতা, গঠনমূলক রাজনীতি ও পারস্পরিক সম্মানকে মূল্য দিয়ে থাকে।




