
আমেরিকাতে বাংলাদেশি রাজনীতিবিদদের উপর হামলা বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিবাদ বিবৃতি
তারিখ: ২৩/০৯/২০২৫
আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি যে, সম্প্রতি জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যাওয়া বাংলাদেশের জুলাই বিপ্লবের সামনের সারির নেতা এনসিপি’র সদস্যসচিব জনাব আকতার, জনাব জারা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব তাহের আমেরিকার মাটিতে প্রবাসী আওয়ামী উগ্রবাদীদের হামলার শিকার হয়েছেন। তাঁদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ ও কটূক্তি করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
আমেরিকার মতো একটি রাষ্ট্র, যারা গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ায়, সেখানে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া বৈধ প্রতিনিধি ও অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। এটি কেবল ব্যক্তিগতভাবে নেতৃবৃন্দকে অপমান করা নয়, বরং বাংলাদেশের জাতীয় মর্যাদা ও কূটনৈতিক সম্মানের উপর সরাসরি আঘাত।
আমরা মনে করি, এ ঘটনার মধ্য দিয়ে প্রবাসের মাটিতেও আওয়ামী লীগের উগ্র রাজনীতির সহিংস কালো ছায়া প্রমাণিত হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে চুপ করিয়ে দেওয়ার এই ধরনের হীন প্রচেষ্টা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।
আমাদের জোর দাবি:
১. আমেরিকার সরকার অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনবে।
২. ভবিষ্যতে বিদেশে বাংলাদেশের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও নিরপেক্ষ প্রটোকল গ্রহণ করা হবে।
৩. বাংলাদেশ সরকারও এ বিষয়ে দৃঢ় অবস্থান নেবে এবং কূটনৈতিকভাবে আমেরিকার কাছে জবাবদিহি দাবি করবে।
৪. প্রবাসী রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
জাতিসংঘ সম্মেলনের মতো বৈশ্বিক আসরে এ ধরনের ঘটনা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়—এটি আমাদের জাতীয় সম্মান, মর্যাদা ও নিরাপত্তা প্রশ্নে এক গর্হিত আঘাত। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যেন দ্রুত এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে আর কোনো জাতীয় নেতাকে এমন অপমানজনক পরিস্থিতির শিকার হতে না হয়।
বিবৃতি প্রদান করেন:
মাওলানা মুফতি কামালুদ্দীন
সভাপতি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ
মুফতি নেয়ামতুল্লাহ আমিন
সেক্রেটারি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ