JuboKantho24 Logo

আল-আকসায় বাড়ছে ইহুদি অনুপ্রবেশ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় এক দিনে এক হাজারের বেশি ইহুদি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ করেছে। এখন পর্যন্ত সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় প্রবেশের ঘটনা।

বুধবার (১৬ এপ্রিল) এক দিনে প্রায় ১,২০০ ইসরাইলি ইহুদি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসলামিক ওয়াক্‌ফ। পাসওভারের ছুটি শুরুর পর এ সংখ্যা চার হাজার ছাড়িয়েছে বলেও জানান তারা।

ওয়াক্‌ফের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাজ বলেন, গত কয়েক দিনে যা ঘটেছে তা নজিরবিহীন। এটি অত্যন্ত ভীতিকর পরিস্থিতি। ২০০৩ সালে যেখানে ২৫৮ জন প্রবেশ করেছিল, এখন তা হাজার ছাড়িয়ে গেছে। এমন চিত্র আগে দেখিনি।

তিনি সতর্ক করে বলেন, আল-আকসা মসজিদকে ভাগ করে ফেলার বিষয়টি ক্রমেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি অনেকটাই হেবরনের ইব্রাহিমি মসজিদের পুনরাবৃত্তি।

তিনি আরও বলেন, এখন যা ঘটছে, তা ধর্মীয় অভিব্যক্তির চেয়ে বেশি রাজনৈতিক উসকানি। এবং এ উসকানি সরকারের মদদেই হচ্ছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ