
ঢাকা, ৪ আগস্ট ২০২৫:
ইরান ইসলামি প্রজাতন্ত্রের দূতাবাসের কালচারাল কাউন্সিলর সায়্যেদ রেজা মির মোহাম্মাদি ও পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মাদ সাইদুল ইসলাম আজ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনে সংগঠনের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক মতবিনিময় করেন এবং ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের সুদৃঢ় ও সাহসী অবস্থানের প্রশংসা করেন। কাউন্সিলর শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সাম্প্রতিক ইরান-ইসরাইল সংঘাতে সংগঠনটির বলিষ্ঠ ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় মুসলিম উম্মাহর ঐক্যের অপরিহার্যতা এবং ফিলিস্তিন ও লেবাননের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রতিরোধে মুসলিম রাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ইরানি জনগণের শত্রুবাহিনীর বিরুদ্ধে অবিচল প্রতিরোধ ও ত্যাগের মনোভাবের প্রশংসা করেন এবং ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ইরানের অবস্থানকে ন্যায়ের পক্ষে দীপ্ত এক বাতিঘর হিসেবে অভিহিত করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আবু সাঈদ নোমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান।