পঞ্চগড়ের বোদায় মসজিদে ইসকন সম্পর্কে সতর্কতামূলক বক্তব্য দেওয়ায় এক ইমামকে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় এক নেতার বিরুদ্ধে।
ঘটনার প্রতিবাদে সোমবার (২৭ অক্টোবর) বোদা উপজেলার ময়দানদীঘি বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও আলেম সমাজ।
সূত্রমতে, গত শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের খুতবা চলাকালীন বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাদী আন্তঃধর্মীয় সংগঠন ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) সম্পর্কে সতর্কবার্তা দেন।
ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু অকথ্য ভাষায় ইমামকে গালিগালাজ করেন। নামাজ শেষে ইমাম রুহুল আমিন বাড়ি ফেরার পথে আবুল কালাম আজাদের ভাই আমানুল্লাহ আমান তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযুক্ত দুজনকে দ্রুত গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের ধর্মীয় নেতা হিসেবে মাওলানা রুহুল আমিন তাঁর ধর্মীয় বক্তব্য দেওয়ার পূর্ণ অধিকার রাখেন। তাঁর বক্তব্যের বিরুদ্ধে গিয়ে হুমকি ও ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দেশের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা ও বাকস্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, জান্নাতুন বারী মানিক, হাফেজ শাহিনুর ইসলাম, হাফেজ মো. সুজন ও হাফেজ শাহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ঘটনার বিস্তারিত বর্ণনা দেন ভুক্তভোগী খতিব মাওলানা রুহুল আমিন সাদী।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।