
মাদ্রিদ, ১৮ সেপ্টেম্বর:
স্পেন ইসরায়েলের সঙ্গে করা আরেকটি বড় অস্ত্রচুক্তি বাতিল করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস এর PULS রকেট সিস্টেম কেনার জন্য করা ৭০০ মিলিয়ন ইউরোর চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি।
এর আগে চলতি মাসের শুরুতে স্পেন ২৭০ মিলিয়ন ইউরোর রাফায়েল স্পাইক মিসাইল চুক্তি বাতিল করেছিল। ফলে সেপ্টেম্বর মাসেই ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় বড় প্রতিরক্ষা চুক্তি বাতিল করল মাদ্রিদ।
২০২৩ সালের অক্টোবরে স্বাক্ষরিত PULS চুক্তির আওতায় ১২টি রকেট লঞ্চার, রাডার, ড্রোন, সহায়ক যানবাহন এবং স্থানীয় পর্যায়ে উৎপাদনের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল।
বিশ্লেষকদের মতে, ইউরোপে ইসরায়েলের অস্ত্র বাজারে এটি একটি বড় ধাক্কা হতে পারে।
সূত্র: হা’আরেতজ