
ঢাকা সংবাদদাতা :
ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ রাজধানীতে সারাদেশের ৮৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মশালায় মূলত সারাদেশের ৩০০ আসনকে কেন্দ্র করে পাড়া-মহল্লা ও কেন্দ্রভিত্তিক কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
কর্মশালায় উপস্থিত দায়িত্বশীলদের চোখ-মুখের ভাষায় ফুটে উঠেছে নতুন আশা ও অঙ্গীকার—নির্বাচনী ময়দানে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়।