JuboKantho24 Logo

ইসলামী বিপ্লবের পূর্ব শর্ত যোগ্য কর্মী হওয়া :মুফতি আনিসুর রহমান কাসেমী

বিশেষ প্রতিনিধি ॥

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া শাখার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল সন্ধ্যায় কচুয়া বিশ্বরোডে অবস্থিত রাজমহল কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের সম্ভাব্য প্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী।

এ সময় তিনি বলেন, সংগঠনের মূল চালিকা শক্তি যোগ্য কর্মী। যোগ্য কর্মীগণ বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম করবে । সে লক্ষে যোগ্য কর্মী,দায়িত্বশীলদের দক্ষতার সাথে কাজ করার আহবান জানান এবং সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে প্রতিটি ইউনিটের কমিটি গঠনের আহবান জানান।

কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মো.নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি এবং সম্ভাব্য মেয়র প্রার্থী মুফতি রিয়াজুল হক মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সফিকুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, গোহট দক্ষিন ইউনিয়নের সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম,আশ্রাফপুর ইউনিয়নের সভাপতি মো. গিয়াস উদ্দিন, কচুয়া উত্তর ইউনিয়নের সভাপতি মো. সফিকুর রহমান,পালাখাল মডেল ইউনিয়নের সভাপতি মো. মাহবুবুর রহমান প্রমূখ। এ সময় উপজেলা কমিটির সহ-সভাপতি মাওলানা আবদুল ওহাব,মাওলানা সফিকুর রহমান,পৌর কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীগন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ