ইসলামী যুব আন্দোলন, ঢাকা জেলা উত্তরের কর্মী প্রত্যাশী তারবিয়াত অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেলে রাজধানীর সাভারস্থ জেলা কার্যালয়ে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়।

সংগঠনের ঢাকা জেলা উত্তর সভাপতি মো. নজরুল ইসলাম মোকামিয়ার সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা পেশ করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কে. এম. শামিম আহমদ।

বিষয়ভিত্তিক আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান নূর, জেলা সেক্রেটারি টিএম মাহফুজ হোসাইনসহ জেলা যুব আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী দিনে ইসলামী বিপ্লবের পথ সুগম করতে কর্মী প্রত্যাশীদের আদর্শ, দক্ষতা ও ত্যাগের মানসিকতা অর্জন করতে হবে। এ জন্য তারা দীর্ঘ তারবিয়াত গ্রহণ করছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ