
উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’-এর নির্বাচন অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। চারটি গুরুত্বপূর্ণ পদে তিন বছরের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রহিম। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুফতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি মাহমুদুল্লাহ আড়াইহাজারী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তাওহীদুল ইসলাম।
৯৮ শতাংশ ভোটারের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচন ছিল উত্তরখানের ওলামায়ে কেরামের এক প্রাণবন্ত মিলনমেলা। নির্বাচনী প্রক্রিয়াজুড়ে উলামাদের ভালোবাসা, আন্তরিকতা, ত্যাগ ও কোরবানির চিত্র সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
উলামায়ে কেরামের অভিভাবকতায় প্রতিষ্ঠিত ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’ আজ উত্তরখানের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফরমে পরিণত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এ সংগঠন দ্বীনের খেদমতে আরও অগ্রসর হবে।
সবার পক্ষ থেকে দোয়া করা হয়—আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করুন এবং স্থায়ী বরকত দান করুন।