আরাফাত নুর ;
রাজধানীর উত্তরার দক্ষিণ আজমপুর মুন্সিমার্কেটে অবস্থিত বাইতুল মুমিন মাদরাসার প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদরাসা মিলনায়তনে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, ‘সন্তানদেরকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হলে দীনি শিক্ষার বিকল্প নেই। আধুনিক শিক্ষা ও দীনি শিক্ষার মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে পারলে দুনিয়ার কল্যাণ ও পরকালিন মুক্তি নিশ্চিত করা যাবে। বাইতুল মুমিন মাদরাসা দীনি ও আধুনিক শিক্ষার মাধ্যমে আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এখানে স্কুল ও মাদরাসা শিক্ষার সমন্বয় আধুনিক কারিকুলামে ইংলিশ ও এ্যারাবিক স্পোকিংয়ের উপর বিশেষ গুরুত্বারূপ করা হয় বলেও জানান নেয়ামতুল্লাহ আমিন।
এ সময় তিনি বাইতুল মুমিন মাদরাসায় সন্তানদের ভর্তি করিয়ে উভয় জাহানের কল্যাণ হাসিল করার জন্য অভিভাবকদের প্রতিও আহবান জানান।
পরে মেধাতালিকায় স্থান পাওয়া প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।