‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেত্রী উমামা ফাতেমা দেশের আলেম-উলামাদের উদ্দেশ্যে ‘হারামজাদা’, ‘গবেট’ ইত্যাদি অশালীন ও অবমাননাকর শব্দ ব্যবহার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে নেতৃত্বদানকারী অন্যতম সমন্বয়ক ও বৃহত্তর ফটিকছড়ি উপজেলা হেফাজতের সহ আইন বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ আহমদ ইসলামাবাদী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আহমদ ইসলামাবাদী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেন এ দেশের আলেম সমাজ। আলেম সমাজ সাথে না থাকলে আন্দোলন সফল হতনা বলে মন্তব্য করেন তিনি।
‘নারী সংস্কার কমিশন’ কর্তৃক ঘোষিত কুরআন-সুন্নাহবিরোধী বিতর্কিত ১০ দফার প্রস্তাবনা থেকে উমামা ফাতেমা কে তওবা করে ইসলামের সঠিক পথে ফিরে আসার আহবান জানিয়ে আহমদ ইসলামাবাদী বলেন, ‘নারীর সমান উত্তরাধিকার, বহুবিবাহ নিষিদ্ধ, ‘শরীর আমার, সিদ্ধান্ত আমার’ মতবাদ, দত্তক সন্তানকে পূর্ণ উত্তরাধিকার, যৌনকর্মীদের শ্রমিক মর্যাদা সহ ইত্যাদি এসব নীতি ইসলামী শরীয়াহবিরোধী। একজন দেশপ্রেমিক, মানবতাবাদী মানুষ এসব নীতিমালা কে সমর্থন করতে পারেনা৷
আহমদ ইসলামাবাদী দাবি করেন, একমাত্র ইসলামই নারীকে সম্মান দিয়েছে। পৃথিবীর অন্য কোন ধর্ম, মন্ত্র নারীকে পূর্ণাঙ্গ সম্মান মর্যাদা দিতে পারে নাই। তাই নারীদের সম্মান মর্যাদা রক্ষায় ইসলামী অনুশাসন, কোরআন সুন্নাহর বিধান মেনে চলার আহবান জানান তিনি।