JuboKantho24 Logo

একুশে বইমেলায় মিযানুর রহমান জামীলের পাঠক নন্দিত ফুলের আঘাত

অমর একুশে বইমেলা ২০২৫-এর শেষ দিন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীলের ‘ফুলের আঘাত’-এর মোড়ক উন্মোচন হয়ে গেল। সমসাময়িক ছড়া নিয়ে বইটি রচিত।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে একুশে বইমেলা প্রাঙ্গণে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের বার্তা সম্পাদক সাংবাদিক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব এডিটর আমিন ইকবাল, সাব এডিটর গদ্যশিল্পী রায়হান রাশেদ, আশির দশকের কবি শাহিন রেজা, জনতার জমীনের হুসাইন মাহমুদ, টইটই এর শিল্পনির্দেশক সাহেদ বিপ্লব, নাসিরুল কাদীম, সাংবাদিক আতিকুজ্জামান খান, মাদরাসা দারুর রাশাদের মুফতি আবু সাঈদ, মুফতি ইবরাহীম জামিল, লেখক শিশু-সাহিত্যিক সাখাওয়াত হোসাইন, উপন্যাসিক সায়ীদ উসমান, কাজী বেলাল রাজী, রেজা হাসান, উবাইদুল্লাহ তারানগরী, নোমান সিদ্দিক ও আনোয়ার হোসাইনসহ অনেকেই।

ফুলের আঘাত বইয়ে মিযানুর রহমান জামীল নিত্য-নতুন প্যাটার্নের পতাকা উড়িয়েছেন। গ্রন্থটির কিছু ছড়া ঘটনাবহুল আবার কিছু আবেদনময়ী। কোনোটার শেষে ওঠে এসেছে তিক্ত দিনলিপি, আবার কোনোটায় এসে যোগ হয়েছে কষ্ট বা সুখের বিবরণ। ভেতরে আছে নানান কাজ।

জীবন, মৃত্যু এবং সময়ের বাস্তবতাকে সামনে রেখে ছড়ায় ছিটানো হয়েছে বৈচিত্র্যের গোলাপজল। চরণে চরণে আঁকা হয়েছে ছন্দের ক্যালিগ্রাফি, পাতায় পাতায় ঢালা হয়েছে স্টাইলের সুভাব। গল্পের মতো করে সমাজের চলমান পরিস্থিতির আলোকে কিছু ছড়ায় টান দেওয়া হয়েছে কাল্পনিক উপাখ্যান। পড়ে মনে হবে আরেকটু আগাই। এ যেন সমাজের দৃশ্যমান অবয়ব। লেখকের ভাষায়— ‘ভুলের আঘাতের চেয়ে ফুলের আঘাত নিয়ে বেঁচে থাকা অনেক ভালো।’

জানা যায়, ২০২৩ এবং ২০২৪ এর একুশে বইমেলায় মিযানুর রহমান জামীলের ‘শিউলি ফোটার দিনে’ ও ‘সোনালি কবিতার দেশে’ পাঠক-মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পাঠকের মন্তব্যে জানা যায় ‘ফুলের আঘাত’ বেশি আবেদন সৃষ্টি করে। ইসলাম দেশ আর মানুষের জন্য মিযানুর রহমান জামীলের ছড়া চর্চা আগামীর সংস্কৃতি ও ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ

সর্বশেষ
সর্বশেষ